মন খারাপ হলেই বৃষ্টি নামে একা একা,
গোমড়া মুখে ক্লান্ত শত স্মৃতি আঁকা!
অরণ্য শেষে বিহ্বল সেই দুরন্ত ঘোড়া,
স্পর্শের রশি ছিঁড়ে ছোটে লাগামছাড়া!
শেষ যুদ্ধের পড়ন্ত রোদে ফেরে যোদ্ধাকবি,
কালো মেঘে তার মন, ছেঁড়া ভায়োলিন,
সুর দিতে গিয়ে গানে মন ঝরে ঝরঝর,
গ্রহান্তরের রক্তক্ষয়ে হারিয়েছে সে সবই!
তারো মন ভালো হয় দেখলে তোমার ছবি!


মন খারাপ হলেই রাতের আকাশ দূরে,
গভীর নীলের দুঃখে কাঁদে গহীন বন্য সুরে!
হারানো পথের পাখিরা যেমন রাস্তা ভোলে,
মেঘে মেঘে হারায় তারা অযুত তারার দলে!
ইচ্ছাতুলির কল্পনাতে, রাঙ্গিয়ে রঙ্গিন চাদর,
যদি মেঘ আঁকায় আনমনে আকৃতি তোমার!  
দিশেহারা সে পাখি ঝাঁক ও ফিরে পাবে দিক,
চোখের তারায় পেলে তোমার হদিস।
গ্রহান্তরের যোদ্ধারা আজ ফেলে আগ্নেয়াস্ত্র,
তো্মাকে ভেবেই হয়ে গিয়ে খাঁটি কবি,
রূপালী তারার ছায়ায় লিখবে তোমাকে পত্র!