যদি যাও, নীরবেই যাও; ভেংগে পড়োনা!
শীতের সকালে নতুন কোন বর্ষা এনোনা!
সামান্যতেই চিড় পড়া কাঁচের টেবিল-ফুলদানি-
অনেক সরল; তোমার মতোই খুব ভঙ্গুর;
চৌচির হলে খুব সহজে,চীনামাটির শৌখিনতায়,
ফুল সাজানোর পাত্র পাবেনা!    
ভালোবাসার কাঁঠালচাঁপাটা রাখবে কোথায় বল!  


যদি যাও! যেতেই পারো; ঘোষণা দিওনা আর!
রঙিন পর্দা দেয়াল ঢাকুক কারূকাজে তার,
সাদা কালো রঙ ফুটবে আবারো বাস্তবতায়!
স্মৃতিকাতরতা মানে পুরনো পাতায়-
ধুলো মাখা চোখে নিঃসঙ্গ খসে যাওয়া!  
তবুও শুনলে, হঠাত করে বুকের ভিতর,  
দারূন কষ্ট দেয় মোচড়; ঘোষণা দিওনা আর!  


যদি যেতে চাও খুব দূরে, শপথ করোনা!
কারণ শপথেরা প্রতিদিন ছিঁড়ে তাদের দলিল,
তাই ভয় হয় যদি ছিঁড়ে যায় অদৃশ্যবন্ধন!
যদি যাও, চলে যাও; শপথ করোনা আর।  


যদি যাও, হেঁটে যেও গোপনে মসৃণ পায়ে।
শেষ বিকেলের বারান্দা থেকে, আমার অজান্তে,
তাকাতে তোমার দিকে, দিয়োনা আমন্ত্রণ!