স্বপ্ন নেবেন?
অনেক স্বপ্নের জন্ম হয় এখানে ।
অপুষ্টি আর ক্ষুধায় শিশু স্বপ্নেরা
স্বপ্নের বদ্ধভূমি তৈরি করছে দৈনিক ।
আপনি না হয় দুটো নিবেন ।
ফ্রি......।
হরেক রকম স্বপ্ন আছে ।
দার্জিলিং এর কনকনে শীতে
এককাপ চায়ের স্বপ্ন,
হিমালয়ের চুড়ায় বসে গীটার বাজিয়ে
"তোমাকে চাই" এর স্বপ্ন,
দুবাই এর তপ্ত বালিতে
আমার একটা ফুলবাগানের স্বপ্ন,
নায়াগ্রা জলপ্রপাতে
বিকেল বেলায় পা ধোয়ার স্বপ্ন,
সারগোজা সাগরে
আমার জাহাজ চালানোর স্বপ্ন,
আমাজনের জংলীদের সাথে অর্ধনগ্ন নৃত্য
সাথে পোড়া মাংসের স্বপ্ন,
সুন্দরবনে রয়েল বেঙ্গলের সাথে
গলা ধরে স্বচ্ছবি তোলার স্বপ্ন,
মার্গারেট থ্যাচার কে
মানসিক ভাবে দূর্বল করার স্বপ্ন,
মেসি কে পাস কাটিয়ে
নেইমারের মাথার উপর দিয়ে গোল দেয়ার স্বপ্ন,
সাকিব আল হাসানের বলে
দু পা এগিয়ে ছক্কা মারার স্বপ্ন,
আর নীল আকাশে পাখির মতো উড়ে বেড়ানোর
এক বিশাল স্বপ্ন ।
স্বপ্ন নেবেন?
এখানে অপুষ্টি আর ক্ষুধায় শিশু স্বপ্নেরা
স্বপ্নের বদ্ধভূমি তৈরি করছে দৈনিক ।
আপনি না হয় দুটো নিবেন ।
ফ্রি......।