আচ্ছা শোন,
নির্জনতার এই নিশীথে
হঠাত করেই ভেবে নিলাম
তোমায় আমি ভুলেই যাবো।


শুনছো তুমি?
তোমায় কিন্তু যাচ্ছি ভুলে
ভাবছো মজা?
উহু, এই যে দেখ যাচ্ছি ভুলে।


শুনতে পাচ্ছো?
আমি কিন্তু গেলাম ভুলে!
স্বর্ণলতা প্রশ্ন কর; ভুলবো কেন,
জানতে চাও। নীরব কেন?


আচ্ছা তবে
শুনবে যেদিন সেদিন ঠিকই
ভুলেই যাবো। বুঝলে তুমি?,
আজ তোমাতেই ডুবে থাকি।