তুমি ডেকেছিলে সেদিন
তোমার নিরব চাহুনিতে
এই বুঝি কেউ প্রথম ডেকেছে অামায়
সে তো কেবলই তুমি।
অামি নিজেকে বিশ্বাস করিনি
তুমি ডেকেছিলে সেদিন
অামি অাকুল ধারার দুটি চোখে
চেয়েছিলাম অানমনা।
তুমি ডেকেছিলে দুটি হাত বাড়িয়ে
ছল ছল অাঁখি মেলে
মুখে ছিল মৃদু হাসি
চোখে ছিল কামনা বাসনা।
তুমি ডেকেছিলে দখিনের
পুকুর ঘাটে একান্ত অাপন মনে
বড় একাকী নীরবে
যেখানে পাখীদের গুন্জরন।
তুমি ডেকেছিলে সেদিন
পড়ন্ত বিকেলের শেষ লগ্নে
দুটি হাত সবে
ব্যকুল চোখের দৃষ্টি দিয়ে।
দাঁড়িয়ে ছিলে অপেক্খার প্রহর গুনে
বেশ সেজেছিলে সেদিন
অামাকে কাছে পাওয়ার
এক অনাকাংখীত স্বাদ পেতে।
তুমি ডেকেছিলে সেদিন
অাকুতি ভরা কন্ঠে
মায়াবী সুরে সুরে
অবশেষে এসে পাইনি তোমায়।