কেন এলে তুমি হঠাৎ এমন
বেশ তো ছিলে ছিলে দুরে
কেন এসে নাড়লে কড়া
ঘুম ভাঙ্গালে আমার।
ছিলে তুমি অনেক দুরে
আপন খেয়াল মনে
কেন এসে মিথ্যে মায়ায়
বাসলে ভালো আমায়।
এলেই যখন যাবে কেন
কিসের অভিমান
আলতা রাঙ্গা পায়ে তোমায়
লাগছে মন্দ নয়।
এসে তুমি ঘুম পাড়ালে
আঁধো আঁধো করে
হাত বুলিয়ে ঘুম পাড়ালে
আমার কপালে।
কেন তুমি এলে এমন হঠাৎ করে
ভালবেসে কেন তুমি
মায়ায় জড়ালে
ছিলে তুমি অনেক দুরে
বেশ তো ছিলে।
যাবেই যখন তুমি আবার
এলেই কেন বা
স্বপ্ন দিয়ে চোখে আমায়
মায়ায় জড়াইয়া
উড়াল দিয়া কেন গেলা
মনটা ভাঁঙ্গিয়া।