মুক্তিযুদ্ধের চেতনায়
লিখেছে কতজনে কত গান
কত ভাবে মুক্তিযুদ্ধকে করেছে সন্মান।
মুক্তিযুদ্ধ ছিল বলেই
নয় মাসেই হয়েছিল এদেশ স্বাধীন
তাদের প্রেরনায় জেগেছিল কত লক্ষ তরুন।
অাজো কতজনে মন্চে উঠে
করে চিৎকার
কোথায় মুক্তিযুদ্ধ কোথায় ওরা সব।
মুক্তিযুদ্ধের নামে করেছে রচিত
কত গল্প উপন্যাস
ডায়েরী ভরে লিখেছে কত না কবিতা।
অাজো সেই মুক্তিযুদ্ধ ঘুমায়
রাজপথে ফুটপাতে
কেউ বা মরে অাবার অনাহারে।
কথায় কথায় অাজো মুক্তিযুদ্ধের নামে
কেউ ধরে সুর কেউ বা লিখে গান
অাসল মুক্তিযুদ্ধ কে বা কারা
কেউ তাদের রাখে না খবর।
অর্থের দাপটে হয়েছে কত মুক্তিযুদ্ধ
দামী দামী গাড়ি অার
রং বে রং এর তাদের বাড়ী।
অযথাই লিখেছ এতটা বছর ধরে
মুক্তিযুদ্ধের চেতনায় গান
তাদের কি অাজ অবদান।


ধারাবাহিক ভাবে চলবে,,,,,,,,,,,,,