শেয়ার বাজার নিয়ে অামি
বলবো কি অার ভাই
ধষ নেমেছে কষে এখন
নাই যে কোন হাল।
এখন এমন অবস্থা যে
সুচক গেছে থেমে
একবার যদি ওঠে সুচক
বারে বারে নামে।
অনেক স্বপ্ন নিয়ে অামি
খুললাম বিও একাউন্ড
কিছু টাকা জমা রেখে
কিনছি অামি শেয়ার।
কার কাছেতে বলি অামি
দুঃখ অামার কত
শেয়ার বাজার করলাে অামায়
এক নিমিষে ঋনি।
হাসি খুশি ছিল অামার
নিত্যদিনি মুখে
ধষ নেমেছে এমন কষে
সুচক গেছে পড়ে।
মন্ত্রি এম পি সবাই বলে
অার কটা দিন পরে
হবে বাজার চাংগা অাবার
বিনিয়োগ সবাই কর।
অামার মতো এমন বোকা
অার সেজাে না কেহ
কারো কথায় কান দিও না
একটু ভেবে দেখ।
অর্থ মন্ত্রীর মুখে হাসি
কি বা কেন জান
হয়তো বুঝি টাকার পাহাড়
করলো লোপাট করে।
হায় হতাশা এখন অামার
শান্তি নাই যে ঘরে
বউ যে অামার বকবক করে
হাসি নাই যে মুখে।
শেয়ার বাজার করলো অামায়
এমন বেহাল দশা
শ্বাষরুদ্ধ হয়ে হয়তো
মারা যাব একা।
কত জনে অানলো বেঁচে
বউয়ের সোনা দানা
কেউ বা করলো বাড়ি বিক্রি
কেউ বা অাবার জমি।
হায়রে শেয়ার বাজার কেন
এত মন্দা তুই
অার কতকাল কাঁদাবি তুই
গরীব দুঃখীর মন।