আজ কোন সভ্যতা নেই
সবাই অসভ্যতার বেড়াজালে বন্দী।


সমাজের অলি  গলিতে
সভ্যতা যেন মাঠিচাপা পড়ে আছে।


অসভ্যতা আজ দুরহ যন্ত্রনা
দুমড়ে মুচড়ে যেন কাঁদছে বসে।


চারিদিকে আজ অসভ্যতার জয়গান
আনন্দ উল্লাসে সব তীঘ্ন চোখে চেয়ে
যেদিকে তাকাই সেদিকে নগ্ন প্রতিছ্ছবি।


উহঃ বেহায়পনার গানে
অশ্লীলতার কাজে লিপ্ত কতজনে।


অদ্ভুত সব মানুষগুলি
সভ্যতার আড়ালে অসভ্যতার রুপ তাদের।


ছদ্দবেশে ঘুরছে সভ্যতার লেবাছে
ধরা ছোঁয়া যায় না তাদের
ঘুরছে তব ভবঘুরে।


সমাজ জুড়ে অসভ্যতা
নাই কোন সভ্যতারই ছোঁয়া।


এ কোন সভ্য জাতি
সভ্য জাতির কাজ।


লুটতরাজ আর হানাহানি
অসভ্যতারই প্রমান।


বন্দী আজ সভ্য জাতি
কুলসিত এ সমাজ।