আমি আজ মোল্লা বলে
মাথায় আমার টুপি।


কোরান আমি শিখেছি বলে
রেখেছি মুখে দাঁড়ি।


মোল্লা ছাড়া হয় না বিয়া
মোল্লা ছাড়া হয় না কাজী।


মোল্লা ছাড়া হয় না মিলাদ
মোল্লা ছাড়া হয় না মাহফিল।


মসজিদেতে হয় না আযান
হয় না ছাড়া মোয়জ্জিন।


ইমামতি করতে গেলে
মুখে লাগে দাঁড়ি।


তবু কেন মোল্লার সাথে
এত বেয়াদবি।


নীরব নিধর মোল্লারা আজ
চোখ বুজে সয়ে যায় সব।


করে না কোন প্রতিবাদ
ভেবো না নেই কোন মনোবল।


মোল্লা যদি যায় ক্ষেপে যায়
তাদের ধরে রাখাই দায়।