অার কত দেখতে চাও রক্তপাত
অার কত দেখতে চাও অপমান।


নিজের দেশেই জন্ম নিয়ে ও
অাজো পাইনি সেই মান।


অথচ একদল কুলংগা
রক্ত পিপাসু অাজ ওদের কত মান।


অামি তো কেবলই শুধু দেখি
অার চেয়ে থাকি।


মাঝে মাঝে নিজেক প্রশ্ন করি
হা করে তাকিয়ে থাকে নিরবধি।


এখনো প্রতিদিন দেখি কত
নিরপরাধ মানুষ ধুকে ধুকে মরে।


অার কতকাল দেখতে হবে এভাবে
নিঃশব্ধে নিরবে বসে বসে।


এখনো প্রায় রাজপথে দেখী
রক্ত লাগা দাগ।


ভুলে যাই সব একে একে
তব অাসে সব ফিরে দিকে দিকে


অার কতকাল করবে শাসন
মীর জাফরের দল।


দেখতে হবে নীরব চোখে
করবে না প্রতিবাদ।


লোক চক্ষুর অাড়ালে তারা
অাজ করছে সর্বনাশা।