জুলুম শোষন এই সমাজে
আর তো আমি সইবো না।


আর তো আমি সইবো না
গরীব কেন আজো ধুকে মরে
পায় না কেন  গরীব ভাতা।


লড়তে হলে লড়বো একা
আসুক যত বাঁধা।


ভাঁঙ্গতে হলে ভাঁঙ্গবো একা
আসুক যত মানা।


সুদ ঘুষ এ সমাজে
করছে যত তাড়া
তাদের মুখোশ খুলবো এবার
মানবো না কারো বাঁধা।


জয় পরাজয় ,সবাই জানি
করতে কেন মানা
লোহাড় কারার ভাঁঙ্গবো মোরা
আসুক যত বাঁধা।


অন্যায় অপরাধে গোটা সমাজ
অপরাধী পায় না কেন সাজা
গরীব হয়ে কেন জন্মে তারা
জীবন তাদের আঁধারে ঢাকা।