প্রবাস জীবনে আমি বড় একা
কেউ নেই বড় নিঃসঙ্গতা
কম ব্যস্ততায় কাটে বেলা
অক্লান্ত পরিশ্রমে।
প্রবাস জীবনে আমি বড় একা
জীবনে আমার বড় বিষন্নতা
না পাওয়ার দারুন যন্ত্রনা
রাত জেগে একা বসে থাকা।
প্রবাস জীবনে আমি বড় একা
আনমনে আচমকা কেঁদে ওঠা
প্রবাস জীবনে মনকে বেঁধে রাখা
ভালবাসার প্রিয় মানুষটিকে
যেন গলাটিপে হত্যা করা।
প্রবাস জীবনে আমি বড় একা
সুখের দিন গুলি পায়ে পিশে
জীবন্ত কবর দেয়া
দুক্ষকে আলিঙ্গনে বেঁধে রাখা।
প্রবাস জীবনে নেই কোন চঞ্চলতা
হাসি খুশি সবি যেন মাটি চাপা
অবসর সময় টুকু বেদনার বাসা বাঁধা
সাজানো স্বপ্ন গুলো কান্নায় ঘিরে রাখা।
প্রবাস জীবনে শত দুক্ষকে ভালবাসা
যত উপমা সব মুছে ফেলা
হৃদয় নিংড়ানো কষ্ঠের জাল বুনা
হাসির বদলে কান্নাকে নিয়ে বাঁচা।
প্রবাস জীবনে ব্যথা বেদনায় জীবন গড়া
রাত জেগে বসে থাকা
মনের অগোচরে দুক্ষকে পুষে রাখা
কান্নার নোনা জলে ছবি আঁকা।