আমার কোন কষ্ট নেই
কোন দুঃখ নেই
নেই কোন প্রবন্চনা
নেই কোন হারানোর বেদনা।
একা আছি বেশ আছি
দাঁড়িয়ে আছি শ্বশানের পাশে
নিঃশব্ধ কোলাহলে
যেখানে কোন আলো নেই
শুধু আঁধারের খেলা।
যা ছিল সবটাই হারিয়েছি
এখন বড় একা
নিঃসঙ্গতা এখন আমার সব
হারানোর কোন যন্ত্রনা নেই।
কি আর হারানোর বাকি
সব ধু-ধু মরুভুমী
যেন একটি পুন শ্বশান
পড়ে আছে হয়ে সব লাশের কংকাল।
কোন দুঃখ নেই আজ
মন বলে কিছু নেই তাই
দুঃখের নেই কোন হাতছানি
ভুলে গেছি সব গ্লানী।