অামি তো মরে যাব
মরে যাব জানি
সঙ্গে নিয়ে যাব অামি
দু-খান কাপড় জানি।
রং বে রং এর কাপড় অামার
সবি পড়ে রবে
জুতা জামা কোট প্যান্ট
সঙ্গে নাহি যাবে।
অারাম অায়েশে অামি
থাকি যত ডুবে
দামি দামি খাট পালং
সবি পড়ে রবে।
ধনী গরীব সবাই জানি
থাকবে একি সাথে
মাটির হবে ঘর সবার
মাটির বিছানা।
থাকবে নাতো বালিশ কাঁথা
থাকবে অামল খানা
অাপন হবে এ ঘর যে অামার
অাঁধার গোরস্থানে।