তুমি কথা রাখনি
কথা দিয়ে ও কথা রাখনি
তুমি অাজ ও অাসনি
বলেছিলে তুমি অাসবে।
তুমি কথা রাখনি
বলছিলে অাসবে কোন পড়ন্ত বিকেলে
তুমি এসে দাঁড়াবে
একান্ত অাপন করে অামার সন্নিকটে।
তুমি কথা রাখনি
অামি অাছি অাজ ও সেখানে
যেখানে দাঁড়িয়ে হাতে হাত রেখে
কথা দিয়েছিলে তুমি অাসবে।
অামি অাজ ও সেখানে অনঢ়
কত না বর্ষা বাদল
চৈত্রের দাহ দাহ
তবু দাঁড়িয়ে অক্লান্ত মনে।
কত রিতু গেছে কেটে
কত যে বসন্ত ফাগুন
তবু তুমি এলে না
কথা দিয়ে কথা রাখনি।
নির্বাক চোখে অপলক দৃষ্টিতে
অাজো তাকিয়ে অথৈ দুরে
কখন এসে তুমি দাঁড়াবে পাশে
তুমি কথা রাখনি।
মৃদু হাসি ছিল মুখে
চোখে ভালবাসা
কন্ঠে ছিল প্রেমের সুধা
তব কেন তুমি এলে না।
কত যে ঝড় প্রলয় গেছে বয়ে
অাঁধার রাতের বিভৎসব ঘোরে
কত দানবের ভয়ে
তবু তুমি অাজো এলে না
কথা দিয়ে কথা রাখনি।