বিপ্লবী হয়ে তুমি জন্মেছিলে
ছোট্ট কিশোর থেকে
প্রতিবাদি হয়ে
লেখাপড়া ছিল না তেমন বেশী।
তবু তুমি মেধাবি
লিখেছ কত বেশী
কবিতা ও গান
কত দেশের তরে।
বিদ্রহী ছিলে তুমি
প্রতিটি কাজে
অন্যায় অপরাধ
রাখনি পুষে।
প্রতিবাদি ছিল তোমার কলম
কন্ঠে ছিল বিপ্লবী সুর
তুমি ছিলে বিদ্রহী
বিদ্রহী নজরুল।
জন্মেছিলে তুমি দুঃখীর ঘরে
তবু ছিল প্রতিভা
তোমার মাঝে
অন্যায়ের অাপোষ করনি কখন।
এত ছিল মেধা তোমার মাঝে
হিন্দি ফারসি উর্দু সবি
তোমার ছিল জানা
অনেক বেশী।
বৃটিশ বিরোধী অান্দোলনে
ছিলে তুমি দুর্বার
বিপ্লবী শ্লোগানে
জাগিয়েছ বারবার।
দেশের জন্য লড়েছ প্রানপন
হিন্দু মুসলিম ছিল
সবাই তোমার সমান
দেখনী জাতি ধনী গরীব
তুমি মোদের জাতীয় কবি।