অাপন হয়েছে পর
ভুলেছে যে রক্তের বাঁধন
মায়া মমতার সব টান
নেই কোন দরদ।
স্বার্থের জন্য কটু কথা মুখে অাজ
অাপন হয়েছে পর
শৈশব ছিল ভাল
কেটেছিল সুখে
অানন্দ উল্লাসে
ভরা ছিল ঘরে।
সুখ দুঃখ ছিল সবার তরে
একে অপর ছিল অন্তর জুড়ে
ছিল না দন্দ
ছিল সদা হাসি মুখে।
বিষাদ সিন্দু গড়েছে
অাজ অামার এ ঘরে
স্বার্থ বাদি মানুষ গুলি
অামায় করেছে পর।
নিঃস্বার্থ যার চাওয়া পাওয়া
বিলিয়েছে সব অাপনের তরে
সে অাজ মুল্যহীন
তুচ্ছ সবার কাছে।
অাপনকে করেছে পর
বাঁধেনি হৃদয়ে তারে
কটু কথা কেন অাজ
ভুলেছে রক্তের বাঁধন।
একি ঘরে বসবাস
ছিল না দন্দ বিবাদ
ভালবাসার মায়া ডোরে
বাঁধা ছিল এ ঘর অামার
অাজ অাপনকে করেছে পর।