কেউ খায় পোলাও কোর্মা
কেউ বা বিরিয়ানী
কেউ বা আবার গোশ আর
ভুনা খিচুরি।
কারো কারো মেনু আবার
চাইনিছ রেস্তারা
কেউ খায় ফাস্ট ফুট
কেউ বা কে এফ সি।
ধনী ধনী লোকের কত
হরেক রকম মেনু
অর্ডার দিয়ে তৈরি করে
এনে বাবুর্চি।
এই সমাজে আছে কত
হরেক রকম লোক
যায় না তাদের চেনারে ভাই
কি যে তাদের রুপ।
গরীব কেন পায় না রে ভাত
পান্তা ভাতে নুন
উপোষ থাকে অনাহারে
পেটে তাদের খুন।
বেরেক ফাস্টে কেন তাদের
হরেক রকম ফল
লান্চে কেন থাকে তাদের
হরেক রকম মাছ।
রাতের খাবার টেবিল কেন
ফল ফ্রুটে ভর
কুকুর বিড়াল খায় কেন
দুধে মাখা ভাত।
গরীব কেন পায় না খেতে
পান্তা ভাতে ঝাল
নর্দমারি পঁচা খাবার
কত তাদের দাম।
অনাহারে উপোস থেকে
মরছে কত ধুকে
ধনী কেন কত খাবার
নষ্ট করে পথে।
কত শিশু ফুটপাতেতে
ঘুমায় দিনে রাতে
মশার কামড় ডেঙ্গু জ্বরে
মরছে ধুকে ধুকে।
পোলাও কোর্মা নিত্যদিনি
ধনীর আয়োজনে
আবার কিছু বেশী হলে
নর্দমাতে ফেলে।
আবার কিছু মানুষ কেন
বসে থাকে পথে
এক মুঠো অন্নের জন্য
ঘুরে দ্বারে দ্বারে।