দেশের মাটিতে যদি
করতে চাও তোমরা বিচার
তাদের বিচার করো অাগে
যারা দেশদ্রহী যুদ্ধাপরাধী।
কত যে যুদ্ধাপরাধ
ঘুরছে এখনো সমাজের
অনাচে কানাচে
কত যে মুখোশ পড়ে অাছে সবে।
দল মত নির্বিশেষে
সবার দলে অাছে মিশে
ওরা অাছে ব্যস্ত ভবঘুরে
সমাজের বড় নেতা সেঁজে।
চিন্হিত করো তোমরা সবে
যুদ্ধাপরাধ অাছে কাদের সাথে
জনতার মন্চে ফাঁসির দড়িতে
ঝুলিয়ে মার তাদের।
দেশদ্রহী তারা যুদ্ধাপরাধ তারা
নিজের সার্থে যারা
দেশটাকে দিয়েছিল সবে
অপরাধের সাথে অপরাধী সেজে
ধংস লীলায় ছিল মেতে।
দেশের মাটিতে কেন হয় না
এখনো তাদের বিচার
কত যে মুখোশ পরী ছদ্দ বেশী
ছলা কলা দেখে যায় না তাদের চেনা।
বিচারের নামে কেন চলছে অবিচার
অাইনের বলে নয়
জনতার বলে হয় কেন বিচার
সাদা মাটা সব মানুষ গুলো
বিচারের কাঠগড়ায় কেন দাঁড়ানো।
প্রতিটি দলে অাছে যুদ্ধাপরাধ মিশে
খুজে কেন বের কর না তাদের
ফাসির মন্চে
এখনো কর না কেন বিচার তাদের।
ছেড়ে দিও না যুদ্ধাপরাধ যারা
দেশদ্রহী যারা মুখোশ পড়া
এ দেশের মাটিতে কেন
হয় না বিচার তাদের।
ঘুরছে ভবঘুরে জনতার সাথে মিশে
অাইনের চোখে ফাকি দিয়ে
বেঅাইনি কাজ করে
ধরা ছোয়া কেন যায় না তাদের।