ইট পাথরে ঘেরা
ছোট্ট এই শহর
যেদিকে চোখ পড়ে
সেদিকেই উচু উচু প্রাচীর।
যেদিকে তাকাই অট্রালিকা ঘর
ছোট্ট একটি শহরে
অগনিত মানুষের অানাগোনা
কেবলই মানুষের ঢল।
কর্ম ব্যস্ততার তাগিদে
ছুটে অাসে দুর দুরান্ত থেকে
অাপন গাঁয়ের মমতা ভুলে
ইট পাথরের এই শহরে।
ইট পাথরের এই শহরে
কেহ কারো হয় না অাপন
দুর দুর করে সবাই এমন
কাছে টেনে নেয় না কেন।
ইট পাথরের এই শহরটাতে
মান অভিমানে কাটে সবার জীবন
কারো মুখে হাসি থাকে
অাবার কেউ বা মলিন।
ইট পাথরের এই শহরে
কেউ হাসে কেউ কাঁদে
কেউ ভাঙ্গে কেউ গড়ে
ইট পাথরের এই শহরটাতে।
যেদিকে তাকাই কেবলই চোখ পড়ে
শ্বেত পাথরের বাড়ি
উচু উচু দালান কোঠা
কেবলই প্রাচীরে ঘেরা।
কারো মনে নেই কোন কোমলতা
অাছে শুধু হিংসা প্রতিহিংসা
নেই কোন ভালবাসার ছোঁয়া
ইট পাথরের এই শহরে।
সকাল থেকে শুরু হয়
কর্ম ব্যস্ততায় পথ চলা
ছুটে চলা অক্লান্ত মনে
অবিরাম ছুটে চলা।
প্রেম ভালবাসা নেই
নেই কোন সহানুভুতি
মানুষ মানুষের নয়
এ কোন কেমন অাজব শহর।
যানজটে অস্থিরতা, বেড়ে যায় হাপানী
সাঁড়ি সাঁড়ি সব দাঁড়িয়ে গাড়ি
ইট পাথরের শহরে
শ্বাষরুদ্ধ অামি।
অাপন গাঁয়ের মমতা ভুলে
এসেছে নির্বিঘ্নে
কত জনে ইট পাথরের শহরে
কর্ম ব্যস্ততার তাগিদে।