গাঁয়ের ওই মেয়েটি
দেখতে ভারি সে
লাজুক লাজুক অতি সে
মিষ্টি হাসি মুখে ।
কোন গাঁয়ের ওই মেয়েটি
কি বা তাহার নাম
প্রায় দেখী একলা সে যে
অাসে নদীর ঘাটে।
কোমল কালো কেশ যে তাহার
দীঘল কালো চুল
অপরুপা বড়ই সে যে
টানা টানা চোখ।
নিত্যদিনি দেখী অামি
কলমীলতার মাঠে
হেলে দুলে পথ চলে সে
কাজল দুটি চোখে।
গাঁয়ের ওই মেয়েটি
কলসি কাখে নিয়ে
নিত্যদিনি অাসতো সে যে
জল নিতে এই ঘাটে।
রুপ যে তাহার এত বেশী
রাজকন্যা রানী
লাজে অামি অাজো তারে
বলতে পারিনি।
গাঁয়ের ওই মেয়েটি
দেখতে সে যে ভারি
একটু দেখার ছলে অামি
দাঁড়িয়ে থাকি ঘাটে।
চোখে চোখ পড়লে সে যে
পালিয়ে যেতো দুরে
মৃদু মৃদু একটু হেসে
মন নিল যে কেঁড়ে।
গাঁয়ের ওই মেয়েটির
নামটি জানি না
দেখেলে পড়ে দুরে থাকে
লাজে চোখটি মেলে না।
লাজুক সে যে এত বেশী
ডাকলে আসে না
দুরে দুরে থাকে সে যে
কেন জানি না।