আমি প্রতিবাদ করি
প্রতিবাদ জানাই
আমার কবিতার ভাষায়
গুম খুন হত্যার প্রতিবাদ।
আমি বীর আমি সেনাপতি
আমি কবি অগ্নিগিরি
নেই কোন ভয়।
প্রতিবাদ করি আমি
পারবো না কেন আমি
হয়েছি আমি কবি
প্রতিবাদ জানাবোই আমি।
অন্যায় অপরাধের চিত্র যত
কবিতার ভাষায় তুলবোই ধরে
মানবো না পরাজয়
জাগাবোই  বারবার।
জয়ী হতে হবেই আমার
কবিতার ভাষায়
থেমে থাকা নয়
সে তো কবির পথ চলা নয়।
আসুক যত বাঁধা
লিখে যাব সব কথা
খুলবোই মুখোশ এবার
সাবধান তোরা সাবধান।
সমাজের সব অশ্লীলতা
বেহায়পনা যত
কবিতায় আমি আনবোই তুলে
আমি প্রতিবাদি কবি।
রক্ত চোষা যত
রক্ত চুষে খাওয়া যাদের পেশা
পেশাদার খুনী আর ভারাটে খুনী
সবার মুখোশ এবার খুলবোই ।
প্রতিবাদ জানাই কলমে আমার
কন্ঠে আমার প্রতিবাদি শ্লোগান
আমি করি কবির বড়াই
করি আমি কবিতায় লড়াই।