হাসপাতালে গরীর রুগীর
কেন হয়না চিকিৎসা
বিনা মুল্যর ঔষুধ কেন
পায়না গরীব রুগীরা।
কেবিন কেন ভরা থাকে
ধনী লোকের ভীড়ে
ঔষুধ পদ্য সবি যে
ধনী লোকের ঘরে।
গরীব কেন দাঁড়িয়ে থেকে
পায় না সিড়িয়াল
পিছন থেকে ইশারাতে
ঘুষের জোড়ে ঘুরে সিড়িয়াল।
কত রুগী পড়ে অাছে
অাউড ডোড়েতে দেখ
ডাক্তার নার্স নাই যে কেহ
কাঁপছে জ্বড়ে পুড়ে।
এম পি মন্ত্রি সুশিল সমাজ
ওদের নিয়ে ব্যস্ত সবাই
এই যদি হয় পেশা সবার
শিক্ষা দিক্ষার মুল্য কি ভাই।
হাসপাতালে নাইরে নিয়ম
কেন অনিয়ম
দেয় না কেন সেবা তারা
কিসের ডাক্তার ওরা।
কেবিন গুলো খালি রাখে
অাসার টেলিফোনে
স্যালাইন ঔষুধ নিয়ে রাখে
ইমারজেন্সি ঘরে।
গরীব দুঃখী মধ্যবিত্ত
পায় না ঔষুধ বড়ি
কোষাগারের ঔষুধ কেন
চলছে বেচা কেনা।
কেউ দেখেনা কার্যকলাপ
নাই যে তদারুপী
ঘুষের বলে পার পেয়ে যায
মরে গরীব দুঃখী।