আমি প্রথমেই সব কবি বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন এই রকম একটি কবিতা লেখার জন্য। নারীকে অনেক অনেক শ্রদ্ধা করি ভালবাসি অনেক সন্মান করি যেহেতু নারী আমার মা নারী আমার স্ত্রী নারী আমার বোন।কিন্তু কিছু নারীরা আজ সমাজের সভ্যতা নিয়ে সভ্যতার আড়ালে অনৈতিক সব কার্যকলাপ করছে যা সমাজ কখনো মেনে নিতে পারে না।আমি ।ওই সব নারীদের কিছু বাস্তবতা তুলে এনেছি ।যে নারী তার সাঁজানো ঘর ভেঙ্গে অন্যর হাত ধরে পতিতালয়কে আপন ঘর ভেবেছে।
------------------------------------------------
হে নারী,
তুমি অনেক বেশী দামী
তোমার প্রতিটি অঙ্গ প্রতাঙ্গ
অনেক বেশী দামী।
হে নারী,
তুমি তোমাকে নিজেকে কি ভাব
তুমি কি কোন ভোগ বিলাসের বস্তু
ইচ্ছে খুশী মতো তুমি
নিজেকে বিলিয়ে দেবে সবার জন্য।
হে নারী,
তুমি তো সন্মানী
তোমাকে হাজার স্যলাম
তুমি অামার মায়ের জাত
তোমার প্রতি অামার অাশির্বাদ
তুমি অনেক বেশী দামী।
হে নারী,
অথচ অাজ তুমি
বিশ্ব কলঙ্গীনি
তুমি নিজেকে সবে দিয়েছ
দিয়েছ সব বিসর্জন।
হে নারী,
অাজ কেন তোমার বাস পতিতালয়
অাপন নিবাস গড়েছ সেথায়
ভোগ বিলাসের মোহে নিজেকে
উৎসর্গ করেছ অন্যর হাতে।
হে নারী,
তুমি তো ছিলে অনেক বেশী দামী
তবে কেন বেছে নিলে এই পথ
কেবল অর্থের্ কাছে বিক্রিত অাজ
যেন বাজারের সেরা পন্যটি তুমি।
হে নারী,
তোমায় অাজো শ্রদ্ধা করি
তুমি অামার মায়ের জাতি
তুমি অাজ তোমার মাঝে নেই
তুমি মিশে গেছ বেষ্যাদের পেশায়।
হে নারী,
অাজ তোমার মাঝে নেই কোন সভ্যতা
নগ্ন বেহায়পনায় জেগে থাক সারারাত
তোমাকে নিয়ে অানন্দ উল্যাসে কাটায় রাত
এ কেমন অাজ তোমার শিষ্টাচার।