রাত জেগে বসে থাকা
ফেসবুকটা খোলা
সময় যে কেটে যায়
ফেসবুকটা দেখে দেখে।
একে একে নক করে
ফেসবুকের কড়া নাড়ে
বন্ধুরা থাকে বসে
কার ফেসবুক খোলা অাছে।
কত জানা অজানা
কত ভীনদেশীরা
ফেসবুকের লিষ্টে অাছে জমা
কেউ চেনা কেউ অচেনা।
চাট করে রাত জেগে
ফেসবুকের পাতা ভরে
ঘুম চোখে অাসে না
ভুলে যায় সব যন্ত্রনা।
কারো বন্ধু বিদেশিনী
কারো বা বাংলাদেশী
কেউ বা পড়েছে প্রেমে
অাবার কেউ বা খেয়েছে ধোকা।
ফেসবুক খুলে রাখা
বিষন্নতায় বসে থাকা
কখন এসে দেবে দোলা
নাড়বে ফেসবুকে কড়া।
কখনো বসে বসে বে সামাল
হয় যে সে তাল মাতাল
খিট খিট মেজাসটা যে
অপেক্ষার প্রহর গুনে।
ফেসবুকে কারো হয় বন্ধু
ধীরে ধীরে অবশেষে ঘনিষ্ট
তারপর শুরু হয় প্রেমের ছন্দ
ভালবেসে পেতে চায়
হয় যদি জীবনে মন্দ।
ফেসবুকে দন্দ
মনে জাগে সন্দেহ
শান্তি সুখের ঘরে
এনে দেয় অতিষ্ট।
নাই ধর্ম নাই কোন কর্ম
হয় যদি পরিচয় ফেসবুকের পাতায়
দিন রাত কড়া নাড়ে
ভালবেসে মন সবে।
অবশেষে প্রেমের টানে
ভুলে অাসে সংসার ছেড়ে
মায়া মমতার বাঁধন ভুলে
ফেসবুকের টানে।


১২-০৬-২০১৪ ইং রচনা--------------।