অাম কাঠাল অার
লিচু কলা
বারো মাসের ফলে
দিচ্ছে ঠেলে ফরমালিন অার
কত কেমিক্যাল যে।
বিষাক্ত যে কেমিক্যাল
ফল ফ্রুটে মেখে
মরন নেশার কল ফেদেছে
মারছে হাতে ধরে।
নিত্যদিনের শাক সবজি অাজ
ফরমালিনে ভরা
গোশে মাছে ফরমালিন অার
মরন নেশার খেলা।
গাছের পাকা জামে কেন
ফরমালিনে মাখা
যায় না কেন দেখা চোখে
কেমিক্যালে ঘেরা।
বিষাক্ত যে কেমিক্যাল
রাখে কত তাজা
দেখতে যেন মনে হয়
সবি গাছের পাকা।
পোল্ট্রি মুরগি কেন অাজ
ভাইরাসে তে ভরা
মাছ চিংড়ি সবিই যেন
কেমিক্যালে চাষা।
নাই কোন নাই স্বাদ
মাছে ভাতে শাকে
কিটনাশক অার ফরমালিনে
বাজার গেছে ছেয়ে।
মিষ্টি মধুর ফল গুলো যে
বিষে ভরে অাছে
এসব খেয়ে কত শিশুর
প্রান নাশ যে ঘটে।
দেশের মানুষ মারছে যারা
ফরমালিনটা দিয়ে
শত্রু  তারা চিরদিনের
চিনে রাখ তাদের।