ওরে একটু থেমে যা
তোরা দেখে যা
কে যেন কাঁদছে বসে
কিনা সে যন্ত্রনায়।
ওরে তুই তো মানুষ
রক্তে মাংশে গড়া
তোর কি নেই মনুষ্যবোধ
একটু তুই থেমে যা।
হয়তো বা সে হতে পারে
তোর বোন
অন্তসত্বা অাদরের ছোট বোন
একটু পিছু ফিরে দেখে যা।
ওরে সে বড় অসহায়
বুঝি অাজ
মৃত্য শষ্যায় কি করে কাতরায়
একটু তুই থেমে যা।
ওরে অাথর্নাত বাঁচাও বাঁচাও চিৎকার
হয়তো নিমিষে একটু পরে থেমে যাবে
অাকুতি ভরা অাথনাত
একটু পিছু ফিরে দেখে যাও।
ওরে তুই তো মানুষ
সহানুভুতির দুটি হাত বাড়িয়ে দে
কান্নার নোনা জলে
অার ভাসাসনে বুক।
জীবনের মূল্য কি জান
রক্তে মাংশে গড়া পুরোপাটি দেহটা
এটা তো নয় জীবনের মানবতা
যদি না থাকে তোমার মাঝে মানবতা।