মা অামার মা
কেমন করে করি তুল্য তোমায়
তুমি যে মা অমুল্য অামার
তোমার কি যে অবদান।
দশ মাস দশ দিন
রেখেছ যতনে পেটে
কত না কষ্ট সয়েছ মা
কি করে দেব মা প্রতিদান তোমায়।
মা অামার মা
খোদার পরে তুমি মা যে
অামার অন্তর যামি
তোমার সাথে হয় না তুল্য
তোমার নাই যে তুলনা।
মা জটরে তোমার
ছিল বিষের দহন
হাসি ছিল তব মুখে
নারি ছেঁড়া ধন তুমি পাবে বুকে।
কত ঝড় ঝাপটা প্রলয়
দশ মাস দশ দিন
কেটেছে প্রতিরাতে নিঘুর্মে
তবু তুমি হাসিমুখে রেখেছ যতনে জটরে।
জন্মেছি মা তোমারই কোলে
অাঁধারে ছোট্ট কুড়েঘরে
অালো ছিল না সেই রাতে
ছিল নিভু নিভু প্রদীপ ঘরে।
মাগো কতনা যাতনা
কত বিষের দহন
রাত জেগে জেগে
তব কেটেছে বসে বসে।
কারো সাথে হয়না তুল্য তোমার
তুমি মা অমূল্য রতন
খোদার পরে তোমায় মাগো
তাই তো বাসি ভাল।
রক্তে মাংশে তোমার পেটে
অামায় ধারন করে
দশ মাস দশ দিন ধরে
অামায় লালন করে
দিলে তুমি পৃথীবিতে
অাঁশার অালো জ্বেলে।
কোলে পিঠে করে অামায়
দুগ্ধ পান করে
অমৃত স্বাদ যে অামায়
দিতে সুখের পরশ মেখে।
রাত জেগে জেগে মাগো
পৌষ মাঘের শীতে
ঘুম পাড়াতে তুমি যে মা
বড়ই অাপন করে।
কেমন করে দেব মাগো
তোমায় প্রতিদান
একটি ফোটা দুধের মুল্যর
সে যে অনেক বেশী দাম।


১৭-০৬-২০১৪ ইং