অামার দেশের মতো
অামার বাংলাদেশের মতো
অার তো পাবে না দেশ
যতই জগৎ ঘোর।
পুব অাকাশে সুর্যওঠে
অালতা রাঙ্গা যেন
কাক পক্ষি কত অাছে
কে বা কত জানো।
অামার দেশের তরে অামি
মরতে রাজি জানি
ঢেউ খেলে যায় উজান ভাটা
রুপালি চাঁদ হাসে।
অামার দেশের মতো এতো
যতই খোঁজ ভবে
জানি তুমি অার পাবে না
যতই ঘোর ভবে।
পাখ পাখীদের মিষ্টি সুরে
মন থাকে যে ভরে
অামার বাংলাদেশটা
তৃষ্না মিটালো যে।
চাদের হাসি রোদের ঝিলিক
রংধুনু ওই রঙ্গে
মেঠো পথে কলমীলতা
দুলছে শাখে শাখে।