চারিদিকে রক্ত
বাতাসে কেন লাশের গন্ধ
কেন এত দন্দ
কেন বিবাদ মানুষে মানুষে বিভাজন।
মানুষ তো থাকে মানুষের কল্যাণে
সে মানুষ কেন অাজ
করে এত অত্যাচার
চারিদিকে রক্ত।
বাতাসে বাতাসে
গন্ধ ভাসে
চারিদিকে হায়েনারা
উৎসবে নাচে।
মানুষ কেন
অাজ এত অমানুষ
রক্ত নিয়ে খেলা তাদের
অাজ হয়েছে কেন পেশা।
মানুষের মাঝে নেই
অাজ কোন ভক্ত
নির্বিচারে মানুষ গুলো
মরছে অগনিত।
চারিদিকে রক্ত
বাতাসে গন্ধ
উড়ছে ঝাঁকে ঝাঁকে
শকুনের দল।
ওৎ পেতে বসে থাকে
কেন এত সব হায়েনার দল
রক্ত চোষার মতো
নিতে চায় রক্ত চুষে।
অাকাশ জুড়ে অাজ
বেদনার ছাপ
হাহাকার অাহাজারি
করছে কত সর্বনাশ।
যেদিকে চোখ রাখি
সেদিকে লাশ
লাশে লাশে স্তুপ
অগনিত লাশ।
মানুষের জন্ম
মানুষের প্রয়জনে
সে মানুষ কেন অাজ
এত বেশী নির্মম।
বাতাস অাজ হয়েছে ভারি
অবুঝ শিশুর অার্থনাতে
কান্নার রোল কেন
এত ভারি।