স্বাধ গেল ফুরায়ে বালিকা, গন্ধ বিহীন গোলাপ হয়ে রইল টিকে শুকিয়ে যাওয়া ভঙুর ডালে। প্রহর গুনে গুনে একটি  একটি পাপড়ি ঝড়ে পড়ে, নিশিরের সিক্ততা আনে না আার সজীবতা। কাননের পারতে পারতে  কত কলি ফোঁটার অপেক্ষায়, ভ্রমরা যে দিশেহারা এক ফুল থেকে অন্য ফুলে প্রেমের পালাবদল নেশায়। থাক তবে কলি সবে ফুল হয়ে ফুটুক, শুকিয়ে যাওয়া ডালের গোলাপ ধীরে ধীরে ঝড়ুক।
অধিকতর সহনীয় ভ্রমী, প্রেমানুরাগে অনুরাগী প্রেমি
ভাদ্রের ভরা গাঙে জল তরঙ্গে ঝিক ঝিক সোনালী আলো
পিজ্ঞর প্রিয়সী তরঙ্গ ন্যায় দিবানিশি হ্রদয় মাতালো
তম রূপ বাহার দেখে ওই দিবাকর পুস্পে বারি হারালো
সুখ দিবসের আমেজে হারাই যখন প্রেমমাঝে
মৌ মাতাল ভ্রমী শুনকো ফুলেও মধু পায় খুঁজে।