আমার বিশ্ব মহা ভুমিকায় বিস্তৃর্ন আজ
মহাশুণ্যতায়
উত্তীর্ন হে মানব মহা কায়ায়।
জীর্ণ শীর্ণ জড়া জীবদ্শায়
পৃথিবীর ঘুর্ণন বার্তায়,
নিজেকে ভুলে আছ হে মানব
তুমি পৌছবে কোথায়?
মহাকাল যে অধিঃরত প্রতিনিয়ত
করিছে গ্রাস কালের সল্পতা।
প্রতিনিয়ত ব্যাস্ত তুমি
ক্ষনি কালের জন্মভুমি
ধরেছ শক্তে আকঁড়ে।
ওই ভুমি আর তুমি সবেযে হবে বিলীন
এ মহাকালের তলে
কত করিবে আপন আর বাচিঁবে বলে।