লাল সুতোয় বাঁধা জীবন
      কখনও নীরবতা, কখনও ব্যস্ততা
           এই তো বেশ চলছে,
          দুর্বিপাকে সকাল সাঁঝে-
           একই চাকায় ঘুরছে,
     গোছানো পৃথিবী অগোছালো করে
        ভুলের পথে বারবার চলছে
                 লাল সুতোয় বাঁধা পড়েছি ।।
        যে পথে বিপদ চিহ্ন আঁকা
            সে পথে পথিক চলেনা একা;
         অবশেষে ভব দেশ ঘুরে
             সে পথেই আসি ফিরে
                থেমে যাই লাল সুতো দেখে
      ঘুর্নিপাকের লাটিম লাল সুতোয় ঘুরছে,
         জানি একদিন এ ঘুর্নন স্তব্ধ হবে।
    লাল সুতোয় বাঁধা জীবন
    ছিঁড়ে গেলে হবে প্রাণহীন
           জড় বস্তু হয়ে মিশে যাবে
           জগতের জড়তার সাথে।