দেখেছি আমি অনাহারে কাতর শিশুটি হোটেলের দিগে তাকিয়ে,সাহেব এসেছে ওই হোটেলে আনন্দ তার পোষা কুকুরটাকে খাইয়ে,বিল হল আটশত মাএ নিজের পাঁচশত আর কুকুরের তিনশত। বেশত! দেখেছি মুল্যবোধ হারানো নিজেকে শক্তিধর ভেবে নেয়া মানুষের রূপকে,পানির অভাবে মানুষ গুলো যখন হয়রান, বিলাসিতার জলজ অপচয়ে উৎসুখ সে পরান। হাঁসের যদি থাকে অধিককার পানিতে সাঁতার কাটিবার, মানুষ কেন বঞ্চিত জলধারে নামিবার।


যাহার আছে তারই হবে তারাই কথা কবে ভবে
ভরান্ত সময়ে শির ধারে অগ্নি উন্থানে জ্বলে বায়ূ
জ্বলে চারিধার, স্বার্থহীন নেই কেউ মানুষ বলে চিন যারে
বুদ্ধি বলে চলে কতক কাল; ওত পেতে রয় রক্ত চোষার দল।