স্বপ্ন  ভেদ করিয়া উঠিয়া স্বপ্ন থাকে না মনে
স্বপ্ন  তবে ক্ষনে ক্ষনে আসে কেমনে স্মরনে?
স্বপ্নে যখন ভয়ে কাতর শরীর কাঁপে থরথর
স্বপ্ন  যদি ছিনক কিছু দেহে কেমনে করে ভর?
স্বপ্ন  যোগে পেলে ওহী স্বপ্নরাজ হয় মহাময়ী
স্বপ্নের ভিতর আধাঁর কেটে হতে পারেন দ্বিগজয়ী।
স্বপ্নদ্রষ্টা আদেশ করলে স্বপ্ন হয় ভিন্ন প্রকার
স্বপ্ন আর কল্পনাতে রয় যে ভিন্ন আকার ।
আত্মা সকল রয়েছে অবিকল- জীবন্ত আর মৃত
যুগ যুগান্তরে কবরের আন্ধারে এহকাল পরকাল সত্য।
দেহে দেহে সম্পর্ক হয় আত্মার বাধঁন সেও মিথ্যে নয়
দেহ ছাড়িয়া আত্মা যায় চলিয়া-জ্যান্ত মৃতের প্রভেদ হয়- তবু আত্মার বাঁধন অঁটুট রয়।
জাগরনে মনে হয় স্বপনে ধরা দেয়, স্বপ্নযোগে আত্মা সকল মুক্ত হয়- স্বপ্নে পায় অবিনশ্বর ভুবন।