মাটির বুকে বুনিয়াছি বীজ সোনালী রোদে করে ঝিকমিক। পাল্টে প্রহর; পাল্টে রূপরেখা, সকাল-সন্ধা যত্নে করিনি অবহেলা। গড়িয়াছি ফসল আপন মনে, উড়ে এসে মুখে নিবে পক্ষীকুলে। মানব জীবনে বোনা বীজ নিজের জন্য নয়, পরভোজে শান্তি যেন কৃতদাসী খুঁজে পায়।


তোমার গড়া এ ধরায়ে হারায় না তো কিছু
ছায়ার মত লেগে থাকে অতীত পিছু পিছু।
নীরব স্বাধে বেধেঁ জীবন করি আমি কতনা যতন
যদিও জানি হবে অবসান তবুও করি আপন।
আধাঁর ঘরে বসতি বাধিঁ
            আমার আশার স্বপন,
ভাবনার দেশে যাই নিমিশে
            পরি হেলিয়া দুলিয়া
মন আজ মেতেছে আগুন তলীতে
একা পারিনা যে তারে ছাড়িতে।
হারায়ে বাধঁন চিওে সাধন
            করি এ আয়োজন।