দিন যায় ক্ষীন হয়ে ভ্রুণ যায় শুকায়ে,
মৃওিত্মা রস সরস প্রানে প্রহর গুনে
উর্ধ মওায় তাকায়ে।
নিত্য নদীতে জোয়ার আসে আবার ভাটা লাগে
তিমিরে চন্দ্রে গ্রহন হয় জাগে আবার পুর্নভাগে ।
বিধাতার কি অপরুপ সৃস্টি এই রোদ আর বৃস্টি
পাহাড় বেয়ে ঝর্না নামে নদী হয় সমতলে
জমীনের পদদেশে নদ সমূহ বয়ে চলে,
পৃথিবীতে স্বর্গ রুপ দেখেনাই যে কোনকালে
স্বর্গ সন্ধানে দুজনম যাবে তার
খোঁজ না পাবে মহাকালে।