সদা-সত্য পাহাড় উচুঁ মহও¦
যেমনি তুমি পবিএ।
যে গুরু দ্বায়িত্ব দিয়ে পাঠিয়েছ মোরে
করি যেন পালন; করে তোমায় স্মরন
না হয় যেন অন্যএ।
কত সাধু পেয়েছে মধু
তোমারই পথে হেঁটে
ছুটেনি মন যএ তএ।
কি করে রাখব ধরে
আমি যে কাচাঁ পাএ।
যে প্রদীপ জ্বেলিছে
গুরু তোমার ঘরে
সে আলোয় উজ্জ¦ল কর
গুরু তুমি মোরে।