হত দারিদ্রের নিয়তির পরিহাস দেখে
ধনী সম্প্রদায় করে উপহাস
সর্ব ভুখা পেটুক
ভক্ষনে জয়ী- সাবাস;
সর্বহারা মরুক
বাঁচিবার লাগি- থাকে উপবাস।
জানে যাহা সর্বজন
দিব্যালোয় যে রূপ
চন্দ্রালো শোভা পায় না,
বোঝায় তাহা ধনীগন
ভদ্র লোকের আর্দ্র সমাজে
দরিদ্রতা মানায় না।