স্মৃতি এখন এতোটাই জীবন্ত যেন অনন্ত কাল রয়েছি ঘুমন্ত। তাহারে আর ভালো লাগে না বলেছিল ভোলানাথ, কর্ম কাল শেষে শুধু শুধু বেঁচে রইবেন কেন? জীব রূপে আছে কত, তাদের লয়ে ধরা যে চলছেই। তুমি ভোলানাথ এসেছ- জগৎ সাজিয়ে দিয়ে যাও, সাজ ফুরাইলে তুমিও চলে যাও।


সত্য অসত্যের প্রভেদে কুমন্ত্রণা যাদু টানা ভেস্তে যাবে সবই
ছাঁই চাপা আগুনে বুনেছি যে বীজ
যৌবন ফাগুনে বেড়েছে তার ধাঁচ
সুন্দরী তমা ছেড়ে দুরে থেকো না’কো মন্ত্র টানে
ভিওি বীজের মায়া বলে যেওনা’কো ওখানে
ক্ষ্যালের ডাকে ভুলে হারাবে যে
রাহু তোমায় করবে গ্রাস।
সহায় আছে স্বর্গীয় মাতৃ কুল
শয়তান হারবে ই,
পরিস্ফুটিত হবেই,
হাওয়া-আদমে রক্তজবা ফুল।