রবীন্দ্র কাব্য রব্দ কের ভাববো
লেখাতে চুরি অতি প্রাচীন কাব্য
ভাবছি আমি ভবিষতব‌্য
বর্বরের উন্নতিক্রমে আজ মানব সভ্য।


গুহাতে নীড়  আমার আধাঁরে বসবাস
পাথরে লিখেছিলেম মনবাসনা
                         নীরব দীর্ঘশ্বাস।
যুগ পুরনো হারানো মনবাসনা
হারানো মানুষ হারানো সভ্যতা
গুহাতে আচঁ কেটে রেখেছিলেম সাধনা।


স্বাধের সাহিত্য আজ হায়োয়ায় ভাসে
শুনিতে না চাইলে ো কর্নে আসে
নেই কোনো পরিশ্রম সবটাই ফ্রি দাম
তবু নেই সেই সাহিত্যের কোনো শুনাম।