আজ ভুলিয়াছি প্রেম
ভুলিয়াছি মানবতা,
খুঁজিয়াছি অন্তর-বাহিরে
ভালোবাসার গভীরতা।
জীবন কাটিতেছে একে অপরের
নিন্দা করিয়া,
ভুলিয়াছি আজ সকলের তরে
সকলে আমরা।
ভুলিয়াছি সুমতি,ভাবিয়াছি
নিজেরে বড়ই বিদ্বান,
বুঝিয়াছি এই ক্ষুদ্র মস্তিষ্কে
দাখিল হইবে না সমস্ত জ্ঞান।
কালক্রমে সকলে মিশিয়াছে
ধরার এই বৃহৎ জনসমাবেশে,
এবার হয়তো আমিও মিশিব
থাকিবে না কিছুই পরিশেষে।
কিন্তু তবুও থামিবে না খেলা
জগৎ মাঝারে,
অতীত নক্ষত্র হইয়া দেখিব
আবারও বসিয়াছে মেলা একই বাজারে।
কিছু অনুতাপের সহিত খেয়াল করিব
নবাগতরাও একই ভুল করিতেছে,
তাহারাও হয়তো আমারই পার্শ্বে
স্থান পাইতেছে!