হে মানব, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব,
তবুও,
      মহামারি তোমাকে করেছে
              পদে পদে পরাজিত।
করোনায় সারা বিশ্ব আজ হয়েছে
               খুবই ভীত।


তবুও তুমি হার মানোনি,
                   লড়াই করেছো
বিশ্বমাতা বলছে আজও
                   তুমি পেরেছো।
প্লেগ রোগে মারাগিয়েছিল
              প্রায় চার কোটি লোক,
তখন বিশ্ব ছিল না উন্নত
             ছিল না যোগাযোগ।
সেদিন ও মানুষ হার মানেনি
             চেষ্টা করেছে বাঁঁচতে।
চেষ্টা করেছে এই প্লেগকে
             পৃথিবী থেকে সরাতে।


কিন্তু মানুষ ছাড়া পায়নি
              মহামারির হাত থেকে,
নেমে এল রোগ কলেরা
              ফের পৃথিবীর বুকে।
একশো বছর পরে ফের
               স্প্যানিশ ফ্লু এল।
পাঁঁচ কোটি মানুষ
               তাতে প্রাণ হারাল।


এইভাবে মানুষ আজও
               লড়াই করে চলেছে।
বিজ্ঞানীদের পরিশ্রমের
              ফসল ফলেছে।