বেঁঁচে থাকা নয় - টিকে থাকতে হবে
              এই কালবেলায় করোনা দুর্যোগে
শম্বুকের মতো, খোলোক আশ্রয়ে


শুধু,
    হৃদয়কে সঙ্কুচিত করা চলবে না,
    মনটা যেন খোলোকবাসী না হয়।
    গৃহবাসী হতে হবে, তবে,
              ভীরুতার জন্য নয়,
                   কুশলী যোদ্ধার রণ-নীতি মেনে,
    গান্ধীজীর মতো,
              চোখে চোখ রেখে
                      অহিংস প্রতিবাদে
                            স্বাধীনতার পথাশ্রয়ী।


সংযমী, মিতব্যায়ী হয়ে
          টিকে যেতে হবে
                 ম্যামোসের মতো


                             গভীর অজ্ঞাতবাসে।