দড়ির উপর দিয়ে হেঁঁটে যাচ্ছে কুশলী,
ইচ্ছে করছে আমিও হেঁঁটে যাই আকাশ প্রমান ব্লেডের ধার বরাবর,
নীচে অপেক্ষমান মহাবিশ্ব, নীল জল, মানুষ-জঙ্গল।
আমার বুকের ভিতর দীর্ঘায়িত হচ্ছে লালারস,
সূর্যের করোনা থেকে ছুটে আসছে চৌম্বক ঝড়,
পৃথিবী, চাঁঁদ, বৃহস্পতি, শনি পেরিয়ে তার জিহ্বা প্রসারিত হচ্ছে আমায় ধরতে।
আমি আশ্রয় নিয়েছি আলো খাওয়া ব্ল্যাকহোলের গহ্বরে।
তুষার যুগের নিরবিচ্ছিন্ন বৃষ্টিপাতে ভেসে যাচ্ছে জোত্স্না রাত,
বরফের বিছানায় দীর্ঘ শয়ানে ডাইনোসোর কুলের প্রাণীরা,
ওদের ঘুম ভেঙে যাওয়ার আগে -


বড়ো অসময়ে ডেকে উঠলো কাকটা,
ঝোপের ভেতর থেকে বেরিয়ে এল শেয়াল,
মোরোগ ডাকলো, পেঁঁচাটা শেষবারের মতো
ছোঁঁ-মেরে নামলো নীচে। এবার উড়ে যেতে হবে
দড়ি বেয়ে লাল পিঁঁপড়েদের সার ধরে ব্লেডের কিনারা থেকে
                                                    করোনা ধরতে।