কত পিতৃহারা শব্দ
গল্প-হীন নিরুদ্দেশ


একপাশে পড়ে আছে
রাত্রির কঙ্কাল


মৃদু দুঃস্বপ্ন শ্মশান মাড়িয়ে
নামছে ভোরের শিশির বেয়ে


প্রতিবাদ, আহত পাখির মতো
কঁকিয়ে উঠছে থেকে থেকে


সতীদাহ ও সীতার পাতাল প্রবেশ
বর্তমান বেঁচে থাকার বিনিময় প্রথা