মানুষ খেলা দেখে, টিকিট করে
    মাঠের ভিতরে
                রং তামাশার তরে
হৈ হাল্লা যায় পরে
সবক বিহীন ,বড় চড়া দরে
দামী সময় বিলায় মানুষ
দু হাতে অকাতরে
তার বাহিরে
          জীবন ঘিরে  
এভুবন জুড়ে
           তারও অদুরে,
কত আজব খেলা চলছে,
আপন, বুকের অন্তরে
ভাসমান এক বালির ভেলা
এ ভুবন যে তার খেলারই মেলা
পরে গেছে যার নজরে
সে জন নীরব নিথরে
আর অতল সে সাগরে
তার কি পলক পরে,
আলো,আধারের লুকোচুরি
এ খেলায় ঘেরা তার কি জুরি
চোখ ফেরাবার
সুযোগ  কি তার,
এ খেলায় তৃষ্ণা ভরে।।