দোস্তো তুমি আজ সুদুর জার্মানী
       যদিও মর্ত্তের, তাহা স্বর্গ রাণী।
  মিডিয়ায় শুনি তোমার বক্তিৃতা বাণী
  গর্ব হয়, তবে নাই,  ব্যাথা আর গ্লানী
  তবে দুয়ের মাঝে  যেই দুরত্ত্বখানি
আসল খবর তার,ভাল কি কার জানি?


  


  কভু মিলিবে না যাহা
                তুমি হারাইছ তাহা।
  নিজেকে ভাবছ তবু বড়ই সুখি
   দুয়েরই অবস্থান
            বিরতিহীন এক যান।
  তবে তুমিযে  ভংগুর এভুবন মুখি
  ঠিকাণা দুয়েরই সেই আসমানি।।


    পরোকাল বিমুখ, এ রাংগা
পরিবেশ থেকে
    জীবনের আসল রুপ গেছে,
কুয়াশায় ডেকে।
    যে চেতনের পথে তুমি
  চলেছ একেবেকে।
  ভুবনের কাছে গেলে শেষে
    কি যে ফেলে রেখে?
  আচ করা কঠিণ,
               সে  অণুভুতিহীন
         পরিবেশ থেকে।।