সেই  শিশু কালের আমার  মায়ের  যতন,
আর। কারো  আদরকি  হবে  তাঁর সে  মতন
সেই  সেদিন  ছিলাম  আমি
                             যেমন। মায়ের কাছে।


   সবার  চেয়ে  দামী মানিক  রতন,
              চোখের  মণি  সাত রাজার ধন।
  সেই কথাকি  আর  আজ ,
                    কাহারো  মনে  আছে।


  যে  মায়ের  পিছু  বাছা  ধনেরা ,
             আজ  করে  চলেছে  ঘুরঘুর,
      আগত  সেইদিন , হবে  বড়ই  হীন।
  এই  মায়েরেই  করিবে  দুর দুর।।
  
. বেলা শেষে আজ মায়েরা,
   কার  ঘড়ে  আছেন  কেমন।
  সেই  শিশু কালের   মায়ের   যতন,
  আজ ভুলে  যে তাঁরে  করছেন শাসন।
তাঁরই  বুকের হে কলিজার  ধন।
মায়ের চরণ  যেজন করিবেন  ধারণ
জান্নাত  হবে তাহার অতি সহজে অর্জন।।


  যে  বিবির  তরে,  মায়েরে বাদী  করে,
নিজে নিয়েছেন  মহা রাজার আসন।
তার  মতন  নাই  আর  অধম  জীবন,
গায়ে পরলেও  জীবনে রাজ বসন!!